খুলনা: প্রয়াত আবৃত্তি শিল্পী ফারহা তাফরীন স্মরণে খুলনায় আবৃত্তি উৎসব ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ ডিসেম্বর) নগরীর খালিশপুর ঠেলাগাড়ি মিলনায়তনে বাংলার কণ্ঠস্বরের (বাক) উদ্যোগে দিনব্যাপী ‘বাংলা কবিতার ছন্দ’ ও আবৃত্তি উৎসব ‘রণাঙ্গনের চিঠি’ বিষয়ক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রশিক্ষক ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক হাবিব আর রহমান। কর্মশালা ও আবৃত্তি উৎসবে প্রধান অতিথি ছিলেন আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন সরকারি আযমখান কমার্স কলেজের প্রফেসর মিজানুর রহমান, আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক লিপু, আবৃত্তি শিল্পী কাজল ইসলাম, এস এম মইনুল করিম, রফিকুল ইসলাম মল্লিক, মনিরুল ইসলাম, জালাল উদ্দিন হীরা ও ফররুখ ইসলাম তারা।
কবি আফরোজা জেসমিন বিথীর সঞ্চালনায় আবৃত্তি উৎসব ও কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলার কণ্ঠস্বর (বাক)-এর সভাপতি সুলতান মাহমুদ শ্রাবণ।
অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আবৃত্তি শিল্পী হিমাংশু বিশ্বাস।
বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
এমআরএম/এএ