ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নড়াইল: যুদ্ধাপরাধের বিষয়ে পাকিস্তান নত না হলে আগামী সংসদ অধিবেশনে পাকিস্তানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেন, যুদ্ধাপরাধী সাকা চৌধুরী ও মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকরের পর পাকিস্তানের সংসদে নিন্দা প্রস্তাব গ্রহণ করে যে ধৃষ্টতা দেখিয়েছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।



শুক্রবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় নড়াইলের লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে মুক্তিযোদ্ধা জনতা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে জিয়াউর রহমানের ভূমিকা রহস্যজনক ছিল। তিনি প্রধান সেনাপতিকে বলেছিলেন তিনি কোনো নেতার পক্ষে যুদ্ধে যাবেন না। একথা বলায় মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এমএজি ওসমানী জিয়াউর রহমানকে বহিষ্কার করেছিলেন, তা জনগণ জানে না।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের আয়োজনে উপজেলা কমান্ডার ফকির মফিজুল হকের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এ হান্নান রুনুর উপস্থাপনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে আরও বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ডের ভাইস চেয়ারম্যান ইসমত কাদীর গামা, মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় নেতা এস এম মুজিবুর রহমান, নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমীর লিটু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫    
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।