ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কাশিয়ানীর ভাটিয়াপাড়া মুক্ত দিবস ১৯ ডিসেম্বর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
কাশিয়ানীর ভাটিয়াপাড়া মুক্ত দিবস ১৯ ডিসেম্বর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: ১৯ ডিসেম্বর গোপালগঞ্জের কাশিয়ানীর ভাটিয়াপাড়া মুক্ত দিবস। সারাদেশ যখন বিজয়ের আনন্দে উদ্বেলিত ও আত্মহারা, ঠিক সে সময়েও গোপালগঞ্জের ভাটিয়াপাড়ায় মুক্তিযোদ্ধারা পাক হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছিল।



বিজয়ের তিনদিন পর (১৯ ডিসেম্বর) প্রচণ্ড যুদ্ধের পর পাক সৈন্যরা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এ দিন মুক্তি ও মিত্র বাহিনীর আক্রমণে পাকবাহিনীর দখলে থাকা কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ওয়্যারলেস ষ্টেশনের মিনি ক্যান্টনমেন্টের পতন ঘটে।

দিবসটি উদযাপন উপলক্ষে শনিবার সকাল ১০টায় কাশিয়ানী উপজেলার রেলওয়ে মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জামেল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া যুদ্ধে অংশ নেওয়া জীবিত মুক্তিযোদ্ধারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
 
বাংলাদেশ সময়: ০৪১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।