ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

ভিক্ষা নয়, কর্মসংস্থান চায় প্রতিবন্ধীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২১, ডিসেম্বর ১৯, ২০১৫
ভিক্ষা নয়, কর্মসংস্থান চায় প্রতিবন্ধীরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সরকারি-বেসরকারি উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টির দাবি জানিয়েছেন প্রতিবন্ধী ব্যক্তিরা। পাশাপাশি প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন উদ্যোগ সমন্বয়ের মাধ্যমে বাস্তবায়নের দাবিও জানান তারা।


 
‘ভিক্ষা নয়, কর্মসংস্থানের মাধ্যমে বাঁচার অধিকারের দাবি’ নিয়ে শনিবার (১৯ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নেন শতাধিক প্রতিবন্ধী ব্যক্তি।
 
মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষায় আইন প্রণয়ন করা হলেও প্রতিবন্ধী নারী-শিশু আজও ধর্ষণ ও নির্যাতনের শিকার হচ্ছে। প্রতিবন্ধীদের যাতায়াতের জন্য যানবাহনে আসনের ব্যবস্থা করা হলেও তারা হয়রানির শিকার হচ্ছে প্রতিনিয়ত। সরকারি হাসপাতালে বিশেষ ইউনিট খোলা হলেও স্বাস্থ্যসেবা নিশ্চিত হচ্ছে না।
 
বাংলাদেশে প্রায় দুই কোটির বেশি প্রতিবন্ধী নানাভাবে হয়রানি ও ভিক্ষাবৃত্তির শিকার হচ্ছে জানিয়ে বক্তারা আরও বলেন, বিশাল এই জনগোষ্ঠীর পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য সরকারি-বেসরকারি উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টির করতে হবে।
 
‘হ-রাইজন ওয়েল ফেয়ার অর্গানাইজেশন’র উদ্যোগে এ মানববন্ধনে আলোকিত প্রতিবন্ধী সমিতির উপদেষ্টা ও বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সভাপতি কবীর চৌধুরী, আয়োজক সংগঠনের উপদেষ্টা মো. মনিরুজ্জামান ও সভাপতি ডেভিড এ হালদার, আলোকিত প্রতিবন্ধী সমিতির উপদেষ্টা মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
 
বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
এমআইএইচ/ইসএস/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।