ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় চালক নিহত ছবি: প্রতীকী

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সেন্টু মিয়া নামে এক চালক (৩৫) নিহত হয়েছেন।

শনিবার (১৯ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সেন্টু মিয়া হবিগঞ্জের মাধবপুর উপজেলার পুরুন মিয়ার ছেলে।

নিহত ব্যক্তি পিকআপ ভ্যানের চালক বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় পিকআপ ভ্যানের সহকারী আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকা-সিলেট মহাসড়কের  রামপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা মাধবপুরগামী অপর একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপভ্যান চালক মারা যান। এ ঘটনায় গুরুতর আহত হন পিকআপ ভ্যানের সহকারী।

খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি পালিয়ে যাওয়ায় বাস ও চালককে আটক করা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।