তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালা উপজেলার খেশরা গ্রামে সুবল দাশ (৪৫) নামে এক ভ্যান চালককে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে।
শনিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ওই গ্রামের একটি গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের ভাই কালিপদ দাশ বাংলানিউজকে বলেন, আমার ভাই পেশায় একজন ভ্যান চালক। শুক্রবার বিকেল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে রাত সাড়ে ৮টার দিকে বাড়ির দক্ষিণপাশের একটি নিমগাছের সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস দেওয়া আমার ভাইয়ের ঝুলন্ত মরদেহ দেখে বাড়ির লোকজন থানায় খবর দেন।
খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে শনিবার দুপুরে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসাপাতাল মর্গে পাঠায়।
খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেনের অভিযোগ, মরদেহের বাম পাশে কানের নিচে বড় ক্ষত চিহ্ন পাওয়া গেছে। তাকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। না হলে তার শরীরে ক্ষতের চিহ্ন থাকবে কেন- এমন প্রশ্ন রাখেন তিনি।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিয়া বাংলানিউজকে বলেন, খবরটি আমি শুনেছি। তবে স্থানীয় পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শককে সেখানে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
এএটি/এসএইচ