ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিসিকে ১০০ কোটি টাকা বরাদ্দ দিচ্ছে বিশ্বব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
সিসিকে ১০০ কোটি টাকা বরাদ্দ দিচ্ছে বিশ্বব্যাংক ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেট সিটি করপোরেশনকে (সিসিক) ৯টি সাব প্রকল্পে ১০০ কোটি টাকা বরাদ্দ দিচ্ছে বিশ্বব্যাংক। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সেক্টরের উন্নয়নের লক্ষ্যে মিউনিসিপ্যাল গভর্নেন্স সার্ভিসেস প্রজেক্টের (এমজিএসপি) আওতায় এই টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে।



এই প্রকল্প ছাড়াও সিটি করপোরেশন এলাকার আরো একটি বৃহৎ প্রকল্পে বরাদ্দ দেওয়ার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক। এমজিএসপি প্রকল্পের আওতায়ই ওই প্রকল্পের অর্থও বরাদ্দ দেওয়া হবে।

শনিবার (১৯ ডিসেম্বর) তিনব্যাপী সিলেট সফরকালে এমজিএসপি’র ৮ সদস্যের প্রতিনিধিদল সিলেট সিটি করপোরেশন প্রস্তাবিত প্রকল্পগুলো সরেজমিন পরিদর্শনের পর এসব তথ্য জানান।

এছাড়াও সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও প্রকৌশল শাখাসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন প্রতিনিধিদলের সদস্যরা। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রকল্প পরিচালক শেখ মোজাক্কা জাহের ও টিম লিডার জোয়ান গণজালেস।

সরেজমিন পরিদর্শনকালে প্রতিনিধিদল প্রকল্পগুলোর অর্থনৈতিক, সামাজিক, পরিবেশগত এবং টেকনিক্যাল দিকসহ সামগ্রিক বিষয় খতিয়ে দেখেন।

এ ব্যাপারে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানান, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে নারায়ণগঞ্জ ও টাঙ্গাইলের সঙ্গে সিলেট সিটি করপোরেশনকেও তারা অর্ন্তভুক্ত করেছেন। এই প্রকল্পের আওতায় সিলেট সিটি করপোরেশনকে ১০০ কোটি টাকা বরাদ্দের নিশ্চয়তা পাওয়া গেছে।

২০১৬ সালের শুরু থেকে পর্যায়ক্রমে এই অর্থ পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এনামুল হাবীব।

এমজিএসপি প্রতিনিধিদলের সঙ্গে ফলপ্রসু বৈঠক হয়েছে জানিয়ে এনামুল হাবীব আরো বলেন, এই প্রকল্প ছাড়াও মহানগরীর হুমায়ুন রশীদ চত্বর থেকে ক্বীনব্রিজ পর্যন্ত সড়ক ফোরলেন প্রকল্প এমজিএসপি’র আওতায় বাস্তবায়নের প্রস্তাব দেওয়া হয়েছে।

হুমায়ুন রশীদ চত্বর টু ক্বীনব্রিজ সড়ক ফোরলেন প্রকল্পে ৩৫ কোটি টাকা ব্যয় হবে জানিয়েছেন সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ভারপ্রাপ্ত নুর আজিজুর রহমান।

প্রকল্পের স্থান পরিদর্শনসহ সামগ্রিক সবকিছু বিবেচনা করে এমজিএসপি প্রতিনিধিদল এই প্রকল্পেও ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানান তিনি।

এই প্রকল্প ছাড়াও সিলেট মহানগরীর উন্নয়নের লক্ষ্যে আরও ৯টি সাব প্রজেক্ট বাস্তবায়নের জন্য এমজিএসপিকে প্রস্তাব দিয়েছে সিলেট সিটি করপোরেশন। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে প্রায় ৬৫ কোটি টাকা।

সরেজমিন পরিদর্শনশেষে এ দুই প্রকল্পেও ১০০ কোটি টাকা বরাদ্দের ব্যাপারে আশাব্যঞ্জক সাড়া দিয়েছে এমজিএসপি প্রতিনিধিদল, জানালেন ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান।  

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
এনইউ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।