ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ভাড়াটিয়ার ছুরিকাঘাতে বাড়ির মালিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩১, ডিসেম্বর ১৯, ২০১৫
বগুড়ায় ভাড়াটিয়ার ছুরিকাঘাতে বাড়ির মালিক নিহত

বগুড়া: বগুড়া শহরের সেউজগাড়ীত এলাকায় ভাড়াটিয়ার ছুরিকাঘাতে খাজিরুন নেছা (৯৫) মারা গেছেন।

শনিবার (১৯ ডিসেম্বর) সকালে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে পুলিশ।

প্রতিবেশীদের মতে, শুক্রবার দিনগত রাতে এ ঘটনা ঘটে।

খাজিরুন নেছার স্বজনরা জানান, ওই বাড়িতে লাকী (২৪) নামে এক হোটেল বয় ভাড়া থাকতেন। বাড়িতে অন্য কেউ না থাকায়, সেই খাজিরুনের দেখাশোনা করতো।

লাকী একজন মাদকসেবী। নেশার টাকা জোগার করতে খাজিরুনকে হত্যা করা হয়েছে, দাবি তাদের।

তারা আরও বলেন, মৃত্যু নিশ্চিত করার পরে খাজিরুনের কান থেকে সোনার দুল খুলে নিয়েছে লাকী।

এদিকে ঘটনার পর থেকেই লাকী পলাতক রয়েছে।

এ প্রসঙ্গে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, এ হত্যাকাণ্ডে ভাড়াটিয়া জড়িত বলে ধারণা করছে পুলিশ। লাকী নামে ওই যুবককে আটক করতে অভিযানও শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
এমবিএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।