রাজশাহী: রাজশাহীর চারঘাট উপজেলার পদ্মার চর সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৬শ ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়ন-১ এর সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।
সন্ধ্যায় বিজিবি-১ ব্যাটালিয়নের মীরগঞ্জ বিওপির নায়েক সুবেদার রেজাউল করিম জানান, চারঘাট উপজেলার পিরোজপুর পদ্মার চর এলাকায় অভিযান চালিয়ে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়।
তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। অভিযানের সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ফেনসিডিল ফেলে চোরাকারবারীরা পালিয়ে যান বলে জানান সুবেদার রেজাউল করিম।
আটক ফেনসিডিলগুলো সন্ধ্যায় ব্যাটালিয়নের সদর দফতরে জমা দেওয়া হয়েছে। এগুলো পরে জনসম্মুখে ধ্বংস করা হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
এসএস/এসএস