ঈশ্বরদী(পাবনা): মানবাধিকার বিষয়ে পাবনার ঈশ্বরদীতে কর্মরত ২৫ সাংবাদিককে প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম(বিএমএসএফ)।
শনিবার(১৯ ডিসেম্বর) ঈশ্বরদী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সাংবাদিকদের মানবাধিকার বিষয়ে প্রশিক্ষণ দেন বিএমএসএফের মহাসচিব ও বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের সিনিয়র রিপোর্টার খায়রুজ্জামান কামাল, রিপোটার্স উইদাউট বডারস (আরএসএফ) এর বাংলাদেশ প্রতিনিধি সালিম সামাদ। প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী মো. শাকিল মাহমুদ।
ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) জাহিদ নেওয়াজ, প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সিনিয়র সাংবাদিক এসএম রাজা, মাহাবুবুল হক দুদু ও সেলিম সরদার প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
পিসি/