ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মুঠোফোনে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
মুঠোফোনে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু

ঢাকা: মুঠোফোনে কথা বলতে গিয়ে অসাবধানতা বশত ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন মোহাম্মদ জসিম (৩০) নামের এক লেগুনা চালক। রাজধানীর মহাখালী রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।



শনিবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত ১২টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে রাত ৮টায় দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় জসিমকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ওইখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের এএসআই (সহকারী উপ পরিদর্শক) সেন্টু চন্দ্র দাশ বাংলানিউজকে বলেন, মারা যাওয়া লেগুনা চালক মোহাম্মদ জসিমের মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

নিহত জসিমের পিতার নাম হাসান আলী। জসিম স্ত্রী ও ৩ সন্তানকে নিয়ে মিরপুর-১ এলাকার আনসার ক্যাম্পের পিডব্লিউডি টিনসেড কলোনিতে বসবাস করতেন।

বাংলাদেশ সময়: ০১৩১ ঘণ্টা,ডিসেম্বর ২০, ২০১৫
এজেডএস/এনএইচএফ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।