মৌলভীবাজার: ২০ ডিসেম্বর মৌলভীবাজার স্থানীয় শহীদ দিবস। ১৯৭১ সালের এই দিনে বিজয়ের আনন্দ ভাগাভাগি করতে স্থানীয় সরকারি উচ্চ বিদ্যালয়ে জমায়েত হওয়া মুক্তিযোদ্ধারা এক মাইন বিস্ফোরণে মারা যান।
স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, ১৬ ডিসেম্বর স্বাধীনতা অর্জনের চার দিন পর ২০ ডিসেম্বর বিজয় উদযাপন করতে স্থানীয় সরকারি উচ্চ বিদ্যালয়ে জড়ো হন মুক্তিযোদ্ধারা। হঠাৎ করে এক বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। এতে ঘটনাস্থলেই শহীদ হন কয়েকজন মুক্তিযোদ্ধারা।
পরে এলাকাবাসী মুক্তিযোদ্ধাদের ছিন্নভিন্ন দেহ একত্রিত করে সরকারি উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ-পূর্ব অংশে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে সমাধিস্থ করেন।
মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমান বাংলানিউজকে জানান, মাইন বিস্ফোরণে কতজন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন তা এখনও অজানা রয়ে গেছে। পরবর্তী সময়ে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ক্যাম্পে অবস্থানরতদের মধ্যে প্রায় ২৪ জনের নাম উদ্ধার করে একটি স্মারকস্তম্ভ নির্মাণ করা হয়।
তিনি জানান, মাইন বিস্ফোরণে শহীদ ২৪ মুক্তিযোদ্ধা হলেন, সুলেমান মিয়া, রহিম বকস খোকা, ইয়ানুর আলী, আছকর আলী, জহির মিয়া, ইব্রাহিম আলী, আব্দুল আজিজ, প্রদীপ চন্দ্র দাস, শিশির রঞ্জন দেব, সত্যেন্দ্র দাস, অরুন দত্ত, শহীদ দিলীপ দেব, সনাতন সিংহ, নন্দলাল বাউরী, সমীর চন্দ্র সোম, কাজল পাল, হিমাংশু কর, জিতেন্দ্র চন্দ্র দেব, আব্দুল আলী, নুরুল ইসলাম, মোস্তফা কামাল, আশুতোষ দেব, তরণী দেব, নরেশ চন্দ্র ধর।
রোববার দিবসটি উদযাপনে র্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ সময় : ১০২৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
এসআর