ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

বগুড়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৩, ডিসেম্বর ২০, ২০১৫
বগুড়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলা থেকে ‍আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে, জানান স্থানীয়রা।



রোববার (২০ ডিসেম্বর) সকালে মহাস্থানগড় কালিদহ সাগর এলাকায় মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি/তদন্ত) আসলাম আলী জানান, ওই এলাকার একটি পেয়ারা বাগানে ঘাস কাটতে গিয়ে এক ব্যক্তি চাদরে মোড়ানো অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ দেখতে পায়। পরে থানায় সংবাদ দিলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহত ব্যক্তির ঘাড়ে ধারালো অস্ত্রের কোপ এবং কোমড়ে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
এমবিএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।