মাগুরা: ৫ মাসের বকেয়া বেতন ও ভাতা পরিশোধ না করা হলে মাগুরা শহরে অনির্দিষ্টকালের জন্য বিদ্যুৎ ও পানি সরবরাহ এবং শহর পরিস্কার-পরিচ্ছন্নতা কাজ বন্ধের হুমকি দিয়েছেন পৌর কর্মচারীরা।
রোববার (২০ ডিসেম্বর) সকাল থেকে পৌরসভার গেটে তালা ঝুঁলিয়ে বিক্ষোভ শুরু করে কর্মচারীরা।
মাগুরা পৌর কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বাংলানিউজকে জানান, গত আগস্ট মাস থেকে পৌরসভার ১৩৩ জন নিয়মিত কর্মকর্তা কর্মচারীসহ অন্তত ২০০ কর্মকর্তা-কর্মচারী তাদের বেতন-ভাতা পাচ্ছেন রোববার তার বাধ্য হয়ে কর্মবিরতি পালনসহ গেটে তালা লাগিয়ে আন্দোলন শুরু করেছেন।
এ সমস্যার সুষ্ঠু সমাধান না হলে তারা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
এসআর