ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

শ্বশুর-শ্যালকের পিটুনিতে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৬, ডিসেম্বর ২০, ২০১৫
শ্বশুর-শ্যালকের পিটুনিতে যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় টুটুল হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার শ্বশুর ও শ্যালকের বিরুদ্ধে।

শনিবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় টুটুলের মৃত্যু হয়।



এরআগে রাত ১১টার দিকে সদর উপজেলার ফার্মপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে তাকে পিটিয়ে গুরুতর আহত করেন শ্বশুর ও শ্যালক। পরে স্থানীয়রা ‍তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এদিকে, এ ঘটনায় মৃতের স্ত্রী নাজমা খাতুনকে আটক করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।

মৃত টুটুল হোসেন ফার্মপাড়ার মৃত আব্দুল খালেকের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, পারিবারিক বিষয় নিয়ে কয়েক মাস আগে শ্বশুর নুর আলীর সঙ্গে বিরোধ বাধে টুটুলের। পরে তার স্ত্রী নাজমা সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে যান।

শনিবার রাত ১১টার দিকে স্ত্রী ও ছেলেকে ফিরিয়ে আনতে টুটুল শ্বশুরবাড়ি যান। একপর্যায়ে শ্বশুর নুর আলী ও তার ছেলে মোস্ত লোহার পাইপ দিয়ে টুটুলকে পিটিয়ে গুরুতর জখম করে বাড়ির পাশে ফেলে রাখে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। সেখানে রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।