ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

মেঘনা টোলপ্লাজায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৪, ডিসেম্বর ২০, ২০১৫
মেঘনা টোলপ্লাজায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৫ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা টোলপ্লাজায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে আটক করেছে পুলিশ।

রোববার (২০ ডিসেম্বর) দুপুরে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।



আটক ডাকাত সদস্যরা হলেন মেঘনা এলাকার কাদিরগঞ্জ গ্রামের আলাউদ্দিনের ছেলে পারভেজ (২০), ইসলামপুর গ্রামের গোলজারের ছেলে সুজন (২০), ইসলামপুর গ্রামের জাহরুল ইসলামের ছেলে মাজহারুল ইসলাম (২৮), ইসলামপুর গুচ্ছগ্রামের মো. বজলু মিয়ার ছেলে সুজন ওরফে টেরা সুজন (২১) ও ইসলামপুর যাত্রাবাড়ী এলাকার বাদশা মিয়ার ছেলে আলামিন (১৮)।

সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক সিকদার বাংলানিউকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে পাঁচ ডাকাতকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
পরে দুপুরে তাদের নামে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।