ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গা প্রেসক্লাব নির্বাচনের ফলাফল ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
চুয়াডাঙ্গা প্রেসক্লাব নির্বাচনের ফলাফল ঘোষণা আজাদ মালিথা ও ফাইজার চৌধুরী

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ২৭ ভোট পেয়ে আজাদ মালিথা সভাপতি ও ফাইজার চৌধুরী ২৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।



রোববার (২০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চুয়াডাঙ্গা প্রেসক্লাবের হলরুমে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এছাড়া সহ-সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিপুল আশরাফ, অর্থ সম্পাদক পদে জামান আখতার, প্রচার-প্রকাশনা সম্পাদক পদে আহাদ আলী মোল্লা, দপ্তর সম্পাদক পদে খাইরুজ্জামান সেতু ও ক্রীড়া সম্পাদক ইসলাম রকিব নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিতরা হলেন- রফিক রহমান, শাহ আলম সনি, রাজীব হাসান কচি, কামাল উদ্দীন জো. ও আতিয়ার রহমান।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট সোহরাব হোসেন। কমিশনারের দায়িত্ব পালন করেন  অ্যাড হেদায়েত হোসেন আসলাম ও আবুল বাশার।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।