ঢাকা: বাল্যবিবাহ প্রতিরোধে সংসদ সদস্যদের নিজ নির্বাচনী এলাকায় সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে যেসব এলাকায় বাল্যবিবাহ প্রবণতা বেশি, সেই এলাকার এমপিদের সামাজিক আন্দোলন গড়তে হবে।
রোববার (২০ ডিসেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনে ‘স্ট্রেনদিং পার্লামেন্টস ক্যাপাসিটি ইন ইন্টিগ্রেটিং পপুলেশন ইস্যুস ইনটু ডেভলপমেন্ট’ (এসপিসিপিডি) শীর্ষক প্রকল্পের আওতায় গঠিত ‘মাতৃস্বাস্থ্য উন্নয়ন ও নিরাপদ প্রসব নিশ্চিতকরণ’ সংক্রান্ত সাব কমিটির দ্বিতীয় সভায় বক্তারা এ আহ্বান জানান।
জাতীয় সংসদের চিফ হুইপ এবং মাতৃস্বাস্থ্য উন্নয়ন ও নিরাপদ প্রসব নিশ্চিতকরণ সাব-কমিটির আহ্বায়ক আ স ম ফিরোজের সভাপতিত্বে বৈঠকে সংসদ সদস্য আ. ফ ম রুহুল হক, মো. হাবিবে মিল্লাত, ফজিলাতুন নেছা, অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি, ডা. মো. এনামুর রহমান অংশগ্রহণ করেন।
বৈঠকে বক্তারা বলেন, যেসব এলাকায় মাতৃমৃত্যু হার বেশি সেসব এলাকার সংসদ সদস্যদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার উপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া বাল্যবিবাহ প্রবণ এলাকার সংসদ সদস্যদের মাধ্যমে এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন সৃষ্টির উদ্যোগ গ্রহণ করার সুপারিশ করা হয়।
মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম সবার জন্য নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিকগুলোকে আরো কার্যকর করে মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম জোরদার করার উদ্যোগ গ্রহণ করারও সুপারিশ করা হয়।
বৈঠকে মাতৃস্বাস্থ্য উন্নয়ন ও নিরাপদ প্রসব নিশ্চিতকরণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সঙ্গে পরামর্শ সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।
জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুলসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
এসএম/জেডএস