ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নাজিরপুরে মারধরে আহত ছাত্রের মৃত্যু, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
নাজিরপুরে মারধরে আহত ছাত্রের মৃত্যু, আটক ১

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুর উপজেলায় মারধরে আহত মো. সোহেল মোল্লা (২০) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার (২০ ডিসেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

 

নিহত সোহেল উপজেলার ছোট বুইচাকাঠি গ্রামের বেল্লার মোল্লার ছেলে। এ ঘটনায় নিহতের খালা ফরিদা বেগমকে (৫৫) আটক করেছে পুলিশ।
 
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মল্লিক বাংলানিউজকে জানান, ৭ ডিসেম্বর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের জয়পুর গ্রামে মামা বাড়িতে বেড়াতে যায় সোহেল। ওই দিন সোহেলের মামা কাক্কা মোল্লা ও মামী মাজেদা বেগমের সঙ্গে তার খালু হাবিব শেখ ও খালা ফরিদা বেগমের মারামারির ঘটনা ঘটে। এ সময় সোহেল খালা, খালু ও খালাতো ভাইদের বাধা দিলে তারা সোহেলকে পিটিয়ে আহত করেন।

স্থানীয়রা সোহেলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে স্থানান্তর করা হয়। সেখানে রোববার সকালে তার মৃত্যু  হয়।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ খালা ফরিদা বেগমকে (৫৫) আটক করেছে।   সোহেল চট্টগ্রামের হাটহাজারীর একটি কওমী মাদ্রাসার ছাত্র।

সন্ধ্যায় এ প্রতিবেদন লেখার সময়ও মরদেহ বাড়িতে পৌঁছেনি।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।