শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী থেকে অপহৃত হাদিউল ইসলাম (৮) নামে এক শিশুকে একদিন পর উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২০ ডিসেম্বর) দুপুরে নকলা উপজেলার ডাকাতিয়া কান্দা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া হাদিউল ইসলাম নালিতাবাড়ী উপজেলার গোবিন্দনগর এলাকার ব্যাংক কর্মকর্তা আব্দুল হান্নানের ছেলে।
পুলিশ জানায়, শনিবার বিকেলে স্থানীয় জমির উদ্দিন ও তার ছেলে মাজাহারুল ইসলাম হাদিউলকে অপহরণ করেন। পরে, নকলা উপজেলার ধুকুরিয়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মনির হোসেনের কাছে তুলে দেন তারা। পরবর্তীতে অপহরণকারীরা মোবাইল ফোনে কল দিয়ে হাদিউলের মায়ের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।
হাদিউলের পরিবার বিষয়টি পুলিশকে জানায়। অভিযোগ পেয়ে মোবাইল ট্রাকিং এর মাধ্যমে অপহরণকারীদের অবস্থান নির্ণয় করে নকলার ডাকাতিয়া কান্দা এলাকায় রাতভর অভিযান চালানো হয়।
অপহরণকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহৃত শিশুটিকে ডাকাতিয়া কান্দা এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। রোববার দুপরে ওই এলাকার একটি ব্রিজের কাছ থেকে তাকে উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাতেই জমির উদ্দিন ও তার ছেলে মাজাহারুলকে আটক করা হয়। পরে, তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মনির হোসেনকে আটক করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আব্দুল বারী বাংলানিউজকে বলেন, অপহরণের ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
এমজেড