ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শাহজালাল বিমানবন্দর থেকে ৯ জুয়াড়ি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
শাহজালাল বিমানবন্দর থেকে ৯ জুয়াড়ি আটক ফাইল ফটো

ঢাকা: হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর এলাকা থেকে জুয়া খেলার সময় হাতেনাতে নয় জুয়াড়িকে ‍আটক করেছে আর্মস পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

রোববার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিমানবন্দরের কার্গো গেটের বিপরীতে হাবিব ক্যান্টিনের পাশ থেকে তাদের আটক করা হয়।

   

আটকরা হলেন- জাহাঙ্গীর (২০), মুকুল (৩২), আব্দুর কাদের (৩৫), মো. সুমন (২৮), রুবেল (২২), মো. সোহাগ (২০), রাসেল ( ১৯), আলমগীর (২৮), খোকন (৩০)।

বিমানবন্দর এপিবিএনের এএসপি আলমগীর হোসেন শিমুল বাংলানিউজকে বলেন, সেখানে  প্রায়ই কয়েকজন বসে জুয়া খেলতেন। তাদেরকে একাধিকবার ধাওয়া করা হলেও তারা প্রশাসনের কথা শোনেননি।

তিনি আরও বলেন, সম্প্রতি কার্গো পার্কিংয়ের পাশে চায়ের দোকান ও হোটেলগুলো উচ্ছেদ করা হয়েছে। এরপরও তারা সেখানে বসে জুয়া খেলতেন। এ প্রেক্ষিতে রোববার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, তারা সিএনটেপ’র সদস্য।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫/আপডেট: ২০৩৮ ঘণ্টা
এসজেএ/এমআইকে/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।