যশোর: যশোরে জাল চেকের মাধ্যমে প্রিমিয়ার ব্যাংক থেকে টাকা উত্তোলনের সময় দুই প্রতারককে আটক করা হয়েছে।
রোববার (২০ ডিসেম্বর) বিকেলে ব্যাংকটির আর এন রোড শাখা থেকে তাদের আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন, যশোরের মণিরামপুর উপজেলার মোবারকপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে সিদ্দিকুর রহমান ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার পুরিখোলা গ্রামের রবিউল ইসলামের ছেলে নজরুল ইসলাম।
প্রিমিয়ার ব্যাংক যশোর শাখার ব্যবস্থাপক হাসান জাহিদ বাংলানিউজকে জানিয়েছেন, ওই দুই যুবক একটি অনলাইন চেক নিয়ে ব্যাংকে আসেন। চেকটিতে এক লাখ টাকা লেখা ছিল। চেকটি দেখে সন্দেহ হয় এবং পরীক্ষা করে দেখা যায় সেটি
নকল।
ঢাকার ম্যাগপাই ডিপার্টমেন্টাল স্টোরের নামে ১০৪৭৩৮০০০০০৩৮৫ এই অ্যাকাউন্ট নম্বর থেকে ডিবি ৫৫৯০৮৬৬৯ চেকটি ব্যবহার করা হয়েছে।
ব্যাংক ম্যানেজার জানান, সন্দেহ হলে চেকটি শনাক্তের জন্য ঢাকার প্রধান শাখায় খবর নেওয়া হয়। তারা চেকটি নকল জানালে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তাদের আটক করে।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
আরএ