গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রতিপক্ষের হামলায় রোমেচা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
রোববার(২০ ডিসেম্বর) সন্ধ্যায় টুঙ্গিপাড়ার বর্নি গ্রামের বিশ্বাস পাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এ সময় নিহতের ছেলে বউ লিমা বেগম(৩৫) আহত হয়েছেন। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুল হক বাংলানিউজকে জানান, বর্নি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান খালিদ হোসেন ও সাবেক চেয়ারম্যান সাজ্জাদ করিম মন্টুর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সন্ধ্যায় হামলার ঘটনা ঘটে।
বর্নি ইউনিয়নের চেয়ারম্যান খালিদ হোসেন সাংবাদিকদের জানান, তিনি বিকেলে তার অফিস থেকে বাড়ি যাচ্ছিলেন। এ সময় সাজ্জাদ করিম মন্টুর লোকজন তাকে লাঞ্ছিত করেন। এনিয়ে তার ফুফু রোমেচা বেগম প্রতিবাদ করায় হামলাকারীরা বাড়ি-ঘরে হামলা চালায় এবং ফুফুকে কুপিয়ে মারাত্মক আহত করেন। পরে তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
পিসি/