ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কালিয়াকৈরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
কালিয়াকৈরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আটক ৩ ছবি: প্রতীকী

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।


 
রোববার (২০ডিসেম্বর) বিকেলে উপজেলার উলুসারা এলাকায় একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। ওই বাসায় তারা ভাড়া থাকতেন।
 
নিহতরা হলেন, রংপুরের কোতোয়ালী থানার ভালুয়াপাড়া এলাকার নাজির হোসেনের ছেলে বিল্লাল হোসেন (২৫) ও নিহতের ছোট স্ত্রী মর্জিনা বেগম (২২)।
 
বিল্লাল ও মর্জিনা গলায় মাফলার ও গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তাদের আত্মহত্যার বিষয়টি রহস্যজনক মনে হওয়ায় পুলিশ বিল্লাল হোসেনের প্রথম স্ত্রী আছমা বেগম, বড় ভাবী আনিছা বেগম ও বাড়ির মালিকের শ্যালক মজনু মিয়াকে আটক করেছে।
 
এলাকাবাসীর বরাত দিয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব মিয়া জানান, উপজেলার উলুসারা গ্রামের বাদশা মিয়ার বাড়িতে আট মাস আগে স্ত্রী আছমা ও ৫ বছরের ছেলে রাসেলকে নিয়ে বাসা ভাড়া নেন বিল্লাল হোসেন। গত বুধবার (১৬ ডিসেম্বর) ওই বাড়ির অপর ভাড়াটিয়া মর্জিনাকে বিয়ে করেন তিনি। খবর পেয়ে বাপের বাড়িতে থাকা তার বড় স্ত্রী আছমা শনিবার (১৯ ডিসেম্বর) রাতে ফিরে আসেন। এ সময় বিল্লালের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে বিল্লালের বড়ভাইয়ের বাসায় গিয়ে ওঠেন আছমা।

ওসি আব্দুল মোতালেব মিয়া আরও জানান, রোববার (২০ ডিসেম্বর) দুপুরে মর্জিনাকে নিয়ে ঘরে ঢোকার পর আর বের হননি বিল্লাল হোসেন। বিকাল ৪টার দিকে বাড়ির লোকজনের সন্দেহ হলে ঘরে ঢুকে তারা ওই দু’জনের ঝুলন্ত মরদেহ দেখতে পান।

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
ওএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।