ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

বরিশালে ৩ কেজি গাঁজাসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০৯, ডিসেম্বর ২১, ২০১৫
বরিশালে ৩ কেজি গাঁজাসহ যুবক আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশাল নগরীর পোর্ট রোডের চট্টগ্রাম হোটেলের সামনে থেকে ৩ কেজি গাঁজাসহ রানা হাওলাদার নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

রোববার (২০ ডিসেম্বর) রাত ৯টার দিকে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালী মডেল থানা পুলিশের একটি দল তাকে আটক করে।



আটক হওয়া রানা হাওলাদার ঝালকাঠী জেলার নলছিটি গ্রামের মোতালেব হাওলাদারের ছেলে।

কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই)  সমীরন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে পোর্ট রোড থেকে রানাকে আটক করে।

এসময় তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০১০৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।