পাবনা: পাবনা-ঢাকা মহাসড়কের সুজানগরে যাত্রীবাহী বাস ও পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ২০ জন।
আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ১ জন শিশু রয়েছে।
নিহতদের মধ্যে ৩ জনের নাম পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- আতাইকুলা থানার লক্ষীপুর গ্রামের গোপাল চন্দ্র সরকারের স্ত্রী শংকনি রানী(৪২), তার মেয়ে বিজলী রানী(২২) ও নাতি আকাশ(১২)।
সোমবার(২১ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার চিনাখড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল আহমেদ বাংলানিউজকে জানান, পাবনা থেকে যাত্রীবাহী কোচ নাইট স্টার ঢাকায় যাচ্ছিল। বাসটি পাবনা-ঢাকা মহাসড়কের চিনাখড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় বাসের ৫ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হন ২০ যাত্রী। এদের মধ্যে গুরুতর অবস্থায় আনেছা খাতুন, রহিম বাদশা, মামুন, রঞ্জু, আমিনুরকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে পাবনার পুলিশ সুপার লিটন কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করছেন। এছাড়া পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।
বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
পিসি