রাজশাহী: রাজশাহীর পুঠিয়া-তাহেরপুর সড়কের গন্ডগোহালী এলাকায় ট্রাক চাপায় আবদুস সামাদ মন্ডল (৫৪) নামে একব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। সামাদ পুঠিয়া উপজেলার গন্ডগোহালী গ্রামের ভোলা মণ্ডলের ছেলে। আহতরা হলেন- একই গ্রামের খোকা সরকারের ছেলে রফিকুল ইসলাম (৪৫) ও তার ছেলে মিলন (১২)।
রাজশাহীরর পুঠিয়া থানার পরিদর্শক (ওসি, তদন্ত) হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, দুপুরে আ. সামাদ, রফিকুল ও মিলন সড়কের পাশে বসে আলাপ করছিলেন।
এ সময় তাহেরপুর থেকে ছেড়ে আসা পুঠিয়াগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-১০৭৯) নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়।
পরে সেখান থেকে উদ্ধার করে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাদের পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অবস্থার অবনিতি হলে তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু পথেই আ. সামাদ মণ্ডলের মৃত্যু হয়।
হাফিজুর রহমান বলেন, ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছেন।
এ বিষয়ে থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
এসএস/এমএ