ঢাকা: ১৯৭১ সালে মুক্তিযোদ্ধা বাবার হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া ও ভাঙ্গনহাটি গ্রামের দুটি পরিবার।
সোমবার (২১ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন নিহত আলমগীর হোসেন বাদশা আকন্দর ছেলে লোকমান আকন্দ ও শুক্কুর আলী মন্ডলের ছেলে গিয়াস উদ্দিন মন্ডল।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন, ১৯৭১ সালে আমাদের বাবা কয়েকবার সম্মুখযুদ্ধে অংশ নেওয়ার পর স্থানীয় রাজাকার হযরত আলী মন্ডল নিজের টর্চার সেলে তাদের চারদিন আটকে রেখে নির্যাতনের পর হত্যা করেন। আমরা আমাদের বাবার লাশও ফেরত পাইনি।
তারা অভিযোগ করেন, আমরা বারবার বাবার সন্ধান চাইলে হযরত আলী মন্ডল আমাদেরও প্রাণনাশের হুমকি দেন। দীর্ঘদিন ধরে বিচারের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেও কোনো ফল পাইনি। এখনও আমরা হযরত আলী মন্ডল ও তার দোসরদের হাত থেকে রক্ষা পাইনি। প্রতিনিয়ত আমাদের নানা রকম ভয়ভীতি ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯৪০ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
এসই/এমজেএফ