ঢাকা: বিজিবি দিবস উপলক্ষে বিজিবি'র খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় পিলখানা বিজিবি সদর দফতরের বীর উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে এই সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে ৫৭ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সংবর্ধনা দেওয়া হয়।
বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা।
তিনি বলেন, সংবর্ধনা অনুষ্ঠানে বিজিবি'র ২ জন বীরশ্রেষ্ঠ, ৮ জন বীর উত্তম, ৩২ জন বীর বিক্রম এবং রাজধানী ঢাকায় বসবাসকারী ১৫ জন বীর প্রতীক পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এতে সভাপতিত্ব করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।
বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
এনএইচএফ/বিএস