ঠাকুরগাঁও: প্রয়াত বীর প্রতীক আহমেদ আলীর পরিবারকে বাড়ি উপহার দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঠাকুরগাঁও-৩০ বিজিবির অর্থায়নে বাড়িটি নির্মাণ করা হয়েছে।
শহরের ফকিরপাড়ায় নির্মিত বাড়িটির চাবি সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে মুক্তিযোদ্ধার স্ত্রী মতিয়া খানমের হাতে তুলে দেন বিজিবি উত্তর-পশ্চিম রিজিওনের ভারপ্রাপ্ত রিজিওন কমান্ডার কর্নেল লুৎফুল কবীর ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও ৩০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তুষার বিন ইউনুস, বিজিবি কর্মকর্তা মেজর তৌহিদ, প্রেসক্লাব সভাপতি আবু তোরাব মানিক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জীতেন্দ্র নাথ রায়, ডেপুটি কমান্ডার বদরুজ্জোহা প্রমুখ।
বিজিবি, বীর প্রতীকের পরিবার ও মুক্তিযুদ্ধের ইতিহাস ভিত্তিক তথ্য সূত্রে জানা যায়, ১৯৭১ সালে ৬ নম্বর সেক্টরের অধিনায়ক উইং কমান্ডার এম কে বাশারের নেতৃত্বে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশ নেন আহমেদ আলী।
পঞ্চগড়ের মীরগড়, তাললমা ব্রিজ, অমরখানা, বোদা, দেবীগঞ্জ, ময়দানদীঘি, ভজনপুর, দেবনগর, জগদল, দারিকাপুর, পঞ্চগড় মোড়, মাঝিপাড়া, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী, পীরগঞ্জ, খোঁচাবাড়ী, সালন্দর, শিবগঞ্জ, ওয়াপদা, দিনাজপুরের বীরগঞ্জ, চৌধুরী হাট, কবিরাজহাট, দশমাইল, পঁচিশমাইলসহ বিভিন্ন স্থানে সম্মুখ যুদ্ধ, চোরাগোপ্তা হামলা ও গেরিলা যুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি।
পঞ্চগড়ের নুনিয়াপাড়া গ্রামে সম্মুখ যুদ্ধে বোমার আঘাতে তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হন। ২০০৯ সালের ১১ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি বীর প্রতীক উপাধিতে ভূষিত হন।
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
এমজেড