ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বাঘায় থ্রি হুইলারের ধাক্কায় নির্মাণ শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
বাঘায় থ্রি হুইলারের ধাক্কায় নির্মাণ শ্রমিক নিহত

রাজশাহী: রাজশাহীর বাঘায় থ্রি হুইলারের ধাক্কায় পড়ে গিয়ে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। তার নাম শাহাবুল (৩০)।

এ ঘটনায় আহত হয়েছেন অপর নির্মাণ শ্রমিক রাজদুল (৩২)। তারা দু’জনই একই উপজেলার বানিয়াপাড়া গ্রামের বাসিন্দা।

সোমবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সাব রেজিস্ট্রি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক চালক থ্রি হুইলার ফেলে পালিয়ে যান।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ জানান, কাজ শেষে তারা দু’জনই একই বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় পেছন থেকে আসা থ্রি হুইলারের ধাক্কায় দু’জনই চাকার নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় বাঘা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. মিজানুর রহমান শাহাবুলকে মৃত ঘোষণা করেন।

এছাড়া জরুরি চিকিৎসা শেষে আহত রাজদুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে বলে জানান ওসি মাহমুদ।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।