ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭

বরিশাল: বরিশাল নগরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২১ ডিসেম্বর) বিকেল থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়।



সকালে বরিশাল মহানগর পুলিশের মুখপাত্রের কার্যালয় থেকে পাঠানো ই-মেইলে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, মহানগর পুলিশের বিশেষ অভিযানে কোতোয়ালি মডেল থানায় ১৪, কাউনিয়া থানায় ছয়, এয়ারপোর্ট থানায় সাতজনসহ মোট ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে মহানগরের ২৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির মো. আব্দুল বারেক হাওলাদার ওরফে এমপি বারেক (৫৫), ২৮ নম্বর ওয়ার্ডের চৌহুতপুর এলাকার শিবির সমর্থক মো. শাহজালাল রাঢ়ী (২২) রয়েছেন।

গ্রেফতারকৃতরা নাশকতা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন মামলার আসামি।

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।