ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে অজ্ঞান পার্টির খপ্পরে বিদেশি নাগরিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
বরিশালে অজ্ঞান পার্টির খপ্পরে বিদেশি নাগরিক

বরিশাল: বরিশাল শহরে পেরুর এক বাসিন্দাকে (৩২) অজ্ঞান করে তার কাছে থাকা পাসপোর্ট ও টাকা-পয়সা লুটে নিয়ে গেছে অজ্ঞান পার্টির সদস্যরা।

সোমবার (২১ ডিসেম্বর) রাতের কোনো এক সময় তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন।



বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. শামীম আহমেদ বাংলানিউজকে জানান, সোমবার দিবাগত রাত পৌনে ১২টা দিকে ওই বিদেশিকে অচেতন অবস্থায় এক ব্যক্তি হাসপাতালে ভর্তি করে দিয়ে যান।

মঙ্গলবার সকালে অনেকটা সুস্থ হয়ে উঠলে রোগী জানান, তার নাম জেরি ভিক্টর। তিনি পেরুর রাজধানী লিমা শহরে বসবাস করেন। ১৯ দিন আগে তিনি ভারতে ঘুরতে আসেন। পরে সেখান থেকে বাংলাদেশে আসেন। বরিশালের সারসী এলাকায় তিনি তার এদেশীয় বন্ধু বিপ্লবের বাড়িতে বেড়াতে এসেছেন।

বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) শাহ্ সাব বাংলানিউজকে জানান, ওই ব্যক্তির কাছে কোনো পাসপোর্ট না থাকায় তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া তিনি বৈধভাবে বাংলাদেশে এসেছেন কিনা তা খতিয়ে দেখা হবে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।