ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্য

খালেদাকে ক্ষমা চাওয়ার আহ্বান উদীচীর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
খালেদাকে ক্ষমা চাওয়ার আহ্বান উদীচীর

ঢাকা: একাত্তরে মহান মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অবিলম্বে বক্তব্য প্রত্যাহার এবং নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে উদীচী।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে উদীচীর সভাপতি কামাল লোহানী ও সাধারণ সম্পাদক প্রবীর সরদার এ কথা জানান।



তারা বলেন, একাত্তরে মহাকাব্যিক মুক্তিযুদ্ধে মোট শহীদের প্রকৃত সংখ্যা নিয়ে যেকোনো ধরনের সংশয় বা সন্দেহ প্রকাশ মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতার সামিল বলে মনে করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

তারা বলেন, সোমবার (২১ ডিসেম্বর) রাজধানীতে এক আলোচনা সভায় বিএনপি নেত্রী খালেদা জিয়া কত লাখ মানুষ শহীদ হয়েছেন সে বিষয়ে বিতর্ক রয়েছে বলে যে মন্তব্য করেছেন। এ জন্য তাকে অবিলম্বে বক্তব্য প্রত্যাহার এবং নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

কামাল লোহানী ও প্রবীর সরদার বলেন, স্বাধীনতার ৪৫ বছর হতে চললেও একজন সাবেক প্রধানমন্ত্রী ও অন্যতম বৃহৎ রাজনৈতিক দলের প্রধান যখন মুক্তিযুদ্ধের প্রকৃত শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করেন তখন এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।