ঢাকা: যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়িয়ে সুষ্ঠুভাবে ইংরেজি নববর্ষ উদযাপন করার লক্ষ্যে থার্টি ফাস্ট নাইটের আগেই সন্ধ্যা ৬টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
বৈঠকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, স্বরাষ্ট্র সচিব ড. মো. মোজাম্মেল হক খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যেসব অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে, তা বহিরাগতদের কারণেই। ফলে এদিন বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা বলবত রেখে আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের বক্তব্যের প্রেক্ষিতে থার্টি ফাস্ট নাইটে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়াও আগামী ২৭, ২৮ ও ২৯ ডিসেম্বর তিন দিনব্যাপী মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যেখানে সেখানে মদ খাওয়া যাবে না।
অন্যদিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থার্টিফাস্ট নাইট উদযাপন উপলক্ষে বিশেষ নিরাপত্তা নেবে।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫ আপডেট সময়: ১৬৫৬ ঘণ্টা.
এসএমএ/এটি