ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জ কোর্টহাজত থেকে পালানো আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২১, ডিসেম্বর ২২, ২০১৫
নারায়ণগঞ্জ কোর্টহাজত থেকে পালানো আসামি গ্রেফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা আদালতের হাজতখানা থেকে কৌশলে পালিয়ে যাওয়া আসামি মামুন মিয়াকে (৩০) পাঁচদিন পর শহরের বন্দর
সেন্ট্রাল খেয়াঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টায় তাকে গ্রেফতার করে পুলিশ।



নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামুনকে গ্রেফতার করা হয়েছে।

গত ১৭ ডিসেম্বর কোর্ট হাজতখানা থেকে পালিয়ে যায় মামুন। পরদিন ১৮
ডিসেম্বর কোর্ট পুলিশের টিএসআই জহুরুল ইসলাম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় দণ্ডবিধি ২২৪ ধারায় মামলা দায়ের করেন। গ্রেফতার মামুন শহরের ২ নম্বর বাবুরাইল এলাকার সাহাবুদ্দিনের ছেলে। সম্প্রতি সদর মডেল থানা পুলিশ মাদকসহ মামুনকে গ্রেফতার করে।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।