ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কৃষিবিদ আবদুল গফুরের আত্মার মাগফেরাত কামনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
কৃষিবিদ আবদুল গফুরের আত্মার মাগফেরাত কামনা

ঢাকা: কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক (প্রশাসন) কৃষিবিদ মো. আবদুল গফুর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহে...রাজেউন)।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল ০৮টা ৫০ মিনিটে তিনি মারা যান।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে স্নাতক ডিগ্রি অর্জন করে তিনি ১৯৮৯ সালে অষ্টম বিসিএসের মাধ্যমে কৃষি সম্প্রসারণ অধিদফতরে যোগ দেন।

এক ছেলে ও স্ত্রী রেখে ৫৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। টাঙ্গাইল সদর উপজেলায় গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

সব কৃষিবিদের পক্ষে কৃষিবিদ মো. আবদুল গফুরের আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে কৃষি সম্প্রসারণ অধিদফতর।
 
মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে কৃষি তথ্য সার্ভিসের ফার্ম ব্রডকাস্টিং অফিসার মোহাম্মদ গোলাম মাওলা বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ সময: ১৯০৬ ঘণ্টা, ২২ ডিসেম্বর
একে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।