ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাসাবাড়ির সামনের অবৈধ র‌্যাম ভাঙার নির্দেশ মেয়র আনিসুলের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
বাসাবাড়ির সামনের অবৈধ র‌্যাম ভাঙার নির্দেশ মেয়র আনিসুলের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: নির্মাণ বর্জ্য রাস্তায় না রাখতে আবাসন শিল্প সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। একই সঙ্গে আগামী ৩১ জানুয়ারির মধ্যে বাসাবাড়ির সামনে যেসব সড়কে রাস্তার উচ্চতা (সারফেস লেভেল) হতে উঁচু র‌্যাম রয়েছে সেগুলো ভেঙ্গে ফেলার অনুরোধ করেন তিনি।

ফুটপাথ দখল করে কোন র‌্যাম করা যাবে না বলেও নির্দেশ দেন মেয়র।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) ডিএনসিসি’র সম্মেলন কক্ষে রিহ্যাব প্রতিনিধিদের সঙ্গে মত-বিনিময়কালে এসব নির্দেশনা দেন মেয়র আনিসুল হক।
 
তিনি বলেন, নির্মাণ সামগ্রীর বর্জ্য ডিএনসিসি’র বিভিন্ন ড্রেনে গিয়ে ড্রেন ভরাট করছে, ফলে সৃষ্টি হচ্ছে জলজট। তাই রাস্তায় নির্মাণ সামগ্রী নয়, নির্মাণ সাইটে নিয়মতান্ত্রিক পন্থায় রাখার জন্য রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) প্রতিনিধিদের প্রতি মেয়র আহ্বান জানান।

মেয়র আনিসুল হক বলেন, বিভিন্ন ডেভেলপার ডিএনসিসি’র রাস্তার উপর নির্মাণ সামগ্রী রেখে নির্মাণ কাজ চালান। নির্মাণ কাজে ব্যবহৃত বালি ডিএনসিসি’র ড্রেনে গিয়ে ড্রেন ভরাট করে ফেলে। তিনি নির্মাণ সামগ্রী সাইটের ভেতরে রেখে নিয়মতান্ত্রিক পন্থায় নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য রিহ্যাব প্রতিনিধিদের আহ্বান জানান।

ডিএনসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা বিএম এনামুল হক বলেন, ডেভেলপার প্রতিষ্ঠানগুলোর ট্রাক ধারণ ক্ষমতার চেয়ে বেশি ওজনের নির্মাণ সামগ্রী নিয়ে ঢাকা শহরের রাস্তায় চলাচল করে। এতে করে রাস্তাগুলো দ্রুত নষ্ট হয়ে যায়। এছাড়া ফুটপাতের উপর বাড়ির ৠাম নির্মাণ করা মোটেও কাম্য নয়।

ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রি.জে মো.সাঈদ আনোয়ারুল ইসলাম বলেন,ডেভেলপার প্রতিষ্ঠানগুলো রাস্তার উপর রড কেটে রাস্তার ক্ষতি সাধন করে। এছাড়া অনেক ডেভেলপার  তাদের দালানের সুয়ারেজের সংযোগ ডিএনসিসি’র ড্রেনে দিয়ে থাকেন।

সভায় উপস্থিত রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন বলেন, পর্যাপ্ত জায়গা না থাকায় নির্মাণ কাজের প্রাথমিক পর্যায়ে রাস্তায় মালামাল রাখার প্রয়োজন হয়। তবে প্রথম তলা নির্মাণের পর নির্মাণ সামগ্রী সাইটের ভেতরে রাখা যায়।  

সভায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রিহ্যাব প্রতিনিধিদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে বলা হয়, দিনের বেলায় রাস্তার উপর নির্মাণ সামগ্রী রাখা যাবে না। শব্দ তৈরি হয় এমন কোন কাজ রাতের বেলা করা যাবে না। রাস্তায় কোন কাদা সৃষ্টি করা যাবে না। প্রতিদিন নির্মাণ সামগ্রী ও নির্মাণ বর্জ্য ডেভেলপারকে নিজ দায়িত্বে ও খরচে অপসারণ করতে হবে। বাড়ির/দালানের র‌্যাম রাস্তার লেভেলের উপর হতে পারবে না। ড্রেন বন্ধ করা যাবে না।

সভায় রিহ্যাব নেতৃবৃন্দ ছাড়াও বাংলাদেশ এসোসিয়েশন অফ কন্সট্রাকশন ইন্ডাস্ট্রিজ (বাসি) এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এসএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।