ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রবি গ্রাহকদের জন্য বাটারফ্লাই পার্কে বিশেষ ছাড়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
রবি গ্রাহকদের জন্য বাটারফ্লাই পার্কে বিশেষ ছাড় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘ধন্যবাদ’ কর্মসূচির আওতায় মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের গ্রাহকরা চট্টগ্রামের বাটারফ্লাই পার্কে আকর্ষণীয় ছাড় পাচ্ছেন।
 
এখন থেকে রবি গ্রাহকরা বাটারফ্লাই রিসোর্টে ৪০ শতাংশ, বাটারফ্লাই পার্কে প্রবেশের ক্ষেত্রে ২০ শতাংশ ও বাটারফ্লাই রেস্টুরেন্টে ১০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন।




মঙ্গলবার (২২ ডিসেম্বর) রবি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  
 
সম্প্রতি রাজধানীর রবি’র কর্পোরেট অফিসে অপারেটরটির লয়ালিটি অ্যান্ড উইনব্যাকের জেনারেল ম্যানেজার তওফিক ইমাম এবং বাটারফ্লাই পার্কের জেনারেল ম্যানেজার সৈয়দ সেলিম এরশাদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ বিষয়ক একটি চুক্তিতে সই করেন।
 
এ সময় রবি’র লয়ালিটি অ্যান্ড উইন-ব্যাক ম্যানেজার ক্যাসপার রিচার্ড রয় উপস্থিত ছিলেন।
 
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিএটি (CAT) লিখে ১২১৩ নম্বরে এসএমএস করে ধন্যবাদ কর্মসূচির আওতায় এ অফারের ক্ষেত্রে নিজের অবস্থান জানতে পারবেন রবি গ্রাহকরা।  
 
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এমআইএইচ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।