ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

জাতীয়

মাটিরাঙ্গায় দুর্বৃত্তদের হামলায় এক ব্যক্তির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪০, ডিসেম্বর ২২, ২০১৫
মাটিরাঙ্গায় দুর্বৃত্তদের হামলায় এক ব্যক্তির মৃত্যু

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গার আদর্শ পাড়া এলাকায় দুর্বৃত্তদের হামলায় নজরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।



নিহত নজরুল ইসলাম মাটিরাঙ্গার আদর্শগ্রাম এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা থেকে রাতে বাড়ি ফেরার পথে আদর্শগ্রাম এলাকায় পৌঁছালে অজ্ঞাত দুর্বৃত্তরা নজরুল ইসলামের উপর অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন টিটু জানান, নিহত ব্যক্তির মাথায় এবং মুখে আঘাতে চিহ্ন রয়েছে। কে বা করা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো কিছুই জানা যায়নি।

মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।