ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পৌর নির্বাচন

শায়েস্তাগঞ্জে ২ মেয়র ও ৪ কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
শায়েস্তাগঞ্জে ২ মেয়র ও ৪ কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ২ মেয়র প্রার্থী ও ৪ কাউন্সিলর প্রার্থীকে ১৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিতাভ পরাগ তালুকদার এ অভিযান পরিচালনা করেন।



স্থানীয় সূত্র জানায়, প্রার্থীদের পোস্টারে প্রেসের নাম, সংখ্যা ও তারিখ উল্লেখ না থাকায় বিএনপির মেয়র প্রার্থী ফরিদ আহমেদ অলিকে ৫ হাজার, স্বতন্ত্র মেয়র প্রার্থী রকিব আহমেদকে ৮ হাজার জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল জলিলকে ৫শ টাকা, ৭নং ওয়ার্ডের তাহির মিয়াকে ৩ হাজার টাকা, ৯নং ওয়ার্ডের আব্বাস উদ্দিনকে ২ হাজার টাকা এবং সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী তহুরা খাতুনকে ৫শ টাকা জরিমানা করা হয়।

শায়েস্তাগঞ্জ থানার উপপরিদর্শক (এস আই) আতিকুল আলম বাংলানিউজকে এ তথ্য জানান।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।