ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দুর্গাপুরে তিন মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
দুর্গাপুরে তিন মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

রাজশাহী: তিন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মফিজ আলীকে (৪৫) গ্রেফতার করেছে দুর্গাপুর থানা পুলিশ।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহিদুল ইসলাম দেলুয়াবাড়ি ইউনিয়ন পরিষদের পেছনে আংরার বিল থেকে তাকে গ্রেফতার করেন।



রাজশাহীর দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী জানান, পৃথক তিনটি মামলায় মফিজের দুই বছরের কারাদণ্ডাদেশ ও দুই লাখ ৮৭ হাজার টাকা জরিমানা করে আদালত। কিন্তু সে দীর্ঘ দিন যাবৎ তিনি পলাতক ছিলেন।

বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে, জানান পরিমল।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এসএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।