ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি রফিক মারা গেছেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি রফিক মারা গেছেন ফাইল ফটো

ঢাকা: হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি মতিঝিল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম (৫৬) মারা গেছেন।  

সোমবার (২২ ডিসেম্বর) রাত ১১টায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান।

 

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার নেসার আলম মুত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, রাতে কারাগারের ভেতরে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেকে নেওয়া হয়। তিনি কাফরুল থানার একটি হত্যা মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি।

ঢাকা মেডিকেলে ডিউটিরত কারারক্ষী জাকারিয়া বাংলানিউজকে জানান, রফিকুল মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। তিনি মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিলেন।

বাংলাদেশ সময়: ০০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
এজেডএস/এসইউজে/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।