ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিরামপুরে বিএনপি প্রার্থী দুর্বৃত্তদের হামলায় আহত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
বিরামপুরে বিএনপি প্রার্থী দুর্বৃত্তদের হামলায় আহত

পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের বিরামপুর পৌরসভায় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আজাদুল ইসলাম আজাদ দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দিবাগত রাতে নির্বাচনী জনসংযোগ শেষে বাড়ি ফেরার পথে ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর অবস্থায় উদ্ধার করে রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে আজাদুল ইসলাম আজাদ বিভিন্ন এলাকায় জনসংযোগ করে বাড়িতে ফিরছিল। এ সময় বাড়ির কাছাকাছি ইসলামপুর এলাকায় কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাথারি মারপিট করে। এতে তার মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, জড়িত দুর্বৃত্তদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রেখেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।