ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কলারোয়া সীমান্ত থেকে ১০ বাংলাদেশি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
কলারোয়া সীমান্ত থেকে ১০ বাংলাদেশি আটক

সাতক্ষীরা: ভারত থেকে অবৈধভাবে প্রবেশের পথে সাতক্ষীরা সীমান্তে ১০ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বুধবার (২৩ ডিসেম্বর) সকাল ৮টার দিকে জেলার কলারোয়া উপজেলার মাদরা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।



আটকরা হলেন- নাটোর জেলার সিংলা থানার পারসিংলা গ্রামের কপিলউদ্দিনের ছেলে শাকিল হোসেন (২৪), কপিল উদ্দিনের ছেলে আপন হোসেন (২০), সেকেন্দার আলীর ছেলে শহরম আলী (২৮), গিয়াস উদ্দিনের ছেলে তছলিম হোসেন (২৫), জুলহাজ শেখের ছেলে হামিউল শেখ (১৮), নজরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৩০), নুরুল হোসেনের ছেলে আফজাল হোসেন (২২), আমজাদ আলীর ছেলে আখের আলী (৩৫), আক্কান আলীর ছেলে শরীফ আলী (৩৮) ও হায়াত আলীর ছেলে মিজানুর রহমান (৪০)।

বিজিবি’র মাদরা বিওপির কোম্পানি কমান্ডার আব্দুর রব বাংলানিউজকে জানান, সকালে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে আটক ১০ বাংলাদেশিকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।