ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মুন্সীগঞ্জে ধলেশ্বরী থেকে সাংবাদিক সজীবের মৃতদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
মুন্সীগঞ্জে ধলেশ্বরী থেকে সাংবাদিক সজীবের মৃতদেহ উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ শহরের প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজ উদ্দিন রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের পেছনে ধলেশ্বরী নদী থেকে নিখোঁজ সাংবাদিক আওরঙ্গজেব সজীবের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।

বুধবার (২৩ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।



এর আগে রোববার (২০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকার সদরঘাট থেকে চাঁদপুরগামী ‘তাকওয়া’ নামে যাত্রীবাহী লঞ্চ থেকে ধলেশ্বরী নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন সজীব। তবে, তার মোবাইল ফোন ও আইডি কার্ড পরে লঞ্চে পাওয়া গেছে। তিনি সময় টেলিভিশন ও বাংলার চোখের ঢাকা মেডিকেল প্রতিনিধি।

মুক্তারপুর নৌ ফাঁড়ির পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মো. ইউনুস জানান, দুপুর আড়াইটার দিকে নদীতে কচুরিপানার মধ্যে চেক শার্ট ও কালো প্যান্ট পরা মৃতদেহটি ভাসতে দেখে স্থানীয়রা মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে পুলিশের কাছে খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা এসে মৃতদেহ উদ্ধার করে।

তিনি আরো জানান, খবর পেয়ে সজীবের ভাই রাজন ও স্ত্রী মোর্শেদা বেগমসহ পরিবারের অন্যান্য সদস্য ঢাকা থেকে ঘটনাস্থলে এসে মৃতদেহটি সজীবের বলে শনাক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
এসআই

** মুন্সীগঞ্জে ধলেশ্বরী থেকে মৃতদেহ উদ্ধার
** লঞ্চ থেকে পড়ে ধলেশ্বরীতে সাংবাদিক নিখোঁজ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।