ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খালেদার বক্তব্যের প্রতিবাদ সম্মিলিত সামাজিক আন্দোলনের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
খালেদার বক্তব্যের প্রতিবাদ সম্মিলিত সামাজিক আন্দোলনের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের নিন্দা জানিয়ে বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন সম্মিলিত সামাজিক আন্দোলনের নেতাকর্মীরা।

বুধবার (২৩ ডিসেম্বর) সম্মিলিত সামাজিক আন্দোলনের দপ্তর সম্পাদক আবু তাহের মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



সম্মিলিত সামাজিক আন্দোলনের নেতারা বলেন, সম্প্রতি বিএনপির এক সভায় মহান মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন তা থেকে বোঝা যায় তিনি এখনো মুক্তিযুদ্ধের চেতনা ও ঐতিহ্যকে ধারণ করেন না। এর মধ্যদিয়ে তিনি আবারও প্রমাণ করলেন যে তার অবস্থান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে।

নেতারা আরও বলেন, আমরা তার এ অবস্থানের নিন্দা জানাই এবং তার ওই বক্তব্য প্রত্যাহারের দাবি জানাই।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
আরএইচএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।