ঢাকা: প্রতিবন্ধী নারীদের নেতৃত্ব বিকাশের লক্ষ্যে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেএস) উদ্যোগে ‘উন্নয়নে প্রতিবন্ধী নারী নেতৃত্ব বিষয়ক সেমিনার ২০১৫’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ ডিসেম্বর) বিপিকেএস কমপ্লেক্সে এ সেমিনার হয়।
সেমিনারে দেশের ৪০টি জেলায় কর্মরত তৃণমূল পর্যায়ের প্রতিবন্ধী সংগঠনের ৪০ জন প্রতিবন্ধী নারী নেত্রী অংশ নেন। সফল নারী আলোচকের ভূমিকায় দৈনিক ইত্তেফাকের সিনিয়র নারী সাংবাদিক ফরিদা ইয়াসমিন ও ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর সুলতানা রহমান নিজেদের পেশাজীবী নারী হিসেবে চ্যালেঞ্জ ও সফলতার কথা তুলে ধরেন।
সমাপনী অনুষ্ঠানে এনজিও বিষয়ক ব্যুরো’র সহকারী পরিচালক এসএম শাহীন পারভেজ (উপ সচিব), প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
ওএইচ/এএ