ঢাকা: লাইসেন্সবিহীন এক্সরে ইউনিট স্থাপন করায় রাজধানীর উত্তরা এলাকার ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার এবং লুবানা জেনারেল হাসপাতালকে চার লাখ টাকা জরিমানা করেছেন র্যারের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৩ ডিসেম্বর) রাজধানীর উত্তারায় সেক্টর-১৩ গরীব-ই নেওয়াজ অ্যাভিনিউয়ে অবস্থিত হাসপাতাল দু’টিতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন র্যাব-১’র ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহমেদ বলেন, লাইসেন্সবিহীন এক্সরে ইউনিট স্থাপন করার অপরাধে ইবনে সিনা হাসপাতালকে দুই লাখ টাকা এবং লুবানা জেনারেল হাসপাতাল (প্রা.) লিমিটেডকে মেয়াদহীন রি-এজেন্ট ব্যবহার করার অপরাধে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ দু’টি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন-২০০৯’র ৫২ ধারা মোতাবেক ২ লাখ করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।
এ সময় স্বাস্থ্য অধিদফতরে সহকারী পরিচালক ডাক্তার মো. আবুল কালাম উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, ডিসেম্বর ২০১৫
এসজেএ/আইএ