ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

জাতীয়

ঢামেকে চিকিৎসা নিতে এসে শিশু গৃহকর্মীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০০, ডিসেম্বর ২৩, ২০১৫
ঢামেকে চিকিৎসা নিতে এসে শিশু গৃহকর্মীর মৃত্যু ছবি: ফাইল ফটো

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিল্পী (১৩) নামে এক শিশু গৃহকর্মী মারা গেছে।

বুধবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



এর আগে সন্ধ্যায় চিকিৎসার জন্য তাকে ঢামেক নিয়ে আসেন গৃহকর্তা আমজাদ আলী।

আমজাদ আলী বাংলানিউজকে বলেন, শনির আখড়ার নূরপূরে আমাদের বাসা। শিল্পী আমাদের বাসায় দুই মাস ধরে গৃহকর্মীর কাজ করতো। শুরু থেকেই সে অসুস্থ ছিল। বুধবার তাকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসলে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আমজাদ আলীর স্ত্রী শিউলি জানান, শিল্পীর বাড়ি ভোলা জেলার সদর থানার ব্যাংকের হাটে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বলেন, মৃতদেহ জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
এজেডএস/আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।